• Scctor #3 Uttara , Dhaka 1230
  • 01707078713
  • ainsohayotakendrodshok@gmail.com

লোহার শিকল দিয়ে বেঁধে অমানবিকভাবে নির্যাতন করে তার সৎ মা।

লোহার শিকল দিয়ে বেঁধে অমানবিকভাবে নির্যাতন করে তার সৎ মা।

লোহার শিকল দিয়ে বেঁধে অমানবিকভাবে নির্যাতন করে তার সৎ মা।

আশুলিয়ায় সাত বছরের এক শিশুকে শিকল দিয়ে পায়ে তালা লাগিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসী দ্রুত শিশুটিকে উদ্ধার করতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের জিরানী টেংগুরি এলাকার জনৈক রিন্টু মিয়ার শ্রমিক কলোনিতে শিশু নির্যাতনের অমানবিক এ ঘটনাটি ঘটেছে।

খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

নির্যাতিত শিশুটি বরিশাল জেলার মঠবাড়িয়া থানার পাতাকাটা গ্রামের হানিফের ছেলে। তার বাবা রাজমিস্ত্রির কাজ করেন।

এলাকাবাসী জানান, আশুলিয়ার জিরানী এলাকায় রিন্টু মিয়ার শ্রমিক কলোনির একটি ভাড়া কক্ষে কয়েক মাস যাবত মানিক নামের সাত বছরের একটি শিশুকে লোহার শিকল দিয়ে বেঁধে অমানবিকভাবে নির্যাতন করে তার সৎ মা।

মঙ্গলবার সকালে শিশুটিকে নির্যাতন করা দেখে প্রতিবেশীরা এলাকার মাতবরদের জানান।

এ সময় শিশুটি কান্নাজড়িত কণ্ঠে বলে, আমার সৎ মা আমাকে সবসময় শিকল দিয়ে বেঁধে রাখে। কোনো কথা বললে ঝুলিয়ে মাথা নিচের দিকে দিয়ে বাঁশ ও ঝাড়ু দিয়ে পিটায়, গলা চেপে ধরে। কান্নাকাটি করলে আমাকে মেরে ফেলার ভয় দেখায়।

এলাকাবাসী নির্যাতিত শিশুটির বন্দিদশা থেকে মুক্তি এবং সে যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি তার সৎ মা ও তার বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে শিশুটির বাবা ও সৎ মা কোনো কথা বলেননি।

এ বিষয়ে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম সুরুজ বলেন, আমি শিশু নির্যাতনের বিষয়টি শুনে ওই বাড়িতে গিয়ে পুলিশ প্রশাসনকে খবর দেই। পরে তারা তাকে উদ্ধার করে।

এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, শিশু নির্যাতনের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। নির্যাতনের ঘটনা সত্যি হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাভার